বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনের সাবেক এমপি আলহাজ মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ষাট শতাংশ মানুষ শ্রমজীবী। শ্রমজীবী মানুষের শ্রমে, ঘামে, ত্যাগে দেশের চাকা সচল থাকে। কিন্তু শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না।
তারা সভ্যতা বিনির্মাণের কারিগর। কিন্তু তাদের ভাগ্যের চাকা সবসময় থাকে শ্লথ। তাদের সঙ্গে সবসময় তামাশা করা হয়। তাদের বঞ্চিত করা হয়। ইসলামী আদর্শের বিজয় ছাড়া মানবতার সত্যিকার মুক্তি ও উন্নতি অসম্ভব।
তিনি বলেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের দোহাই দিয়ে তাদের পক্ষে এনে পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে। দুনিয়ার ইতিহাসে বিভিন্ন আন্দোলনে শ্রমজীবীরা যেদিকে গেছে শাসন ক্ষমতা সেদিকে গেছে। শ্রমিক যেদিকে বিপ্লব সেদিকে।
শনিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
থানা শাখার সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে কেরানিহাট সী ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জাফর সাদেক।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাড. আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন প্রমুখ। সম্মেলন শেষে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠিত হয়। পরিষদের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ।
টিএইচ